TRENDING:

উৎসবের মরশুমে দু'নম্বরি কাজের বাড়বাড়ন্ত! জাল নথি নিয়ে...! গোপন ডেরায় পুলিশের হানা দিতেই জারিজুরি ফাঁস

Last Updated:

Fake Aadhaar Card: দুর্গাপুজোর মরশুমে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল জাল আধার কার্ড তৈরির চক্র। অভিযোগ, একটি দোকানের ভিতরে বসে জাল আধার কার্ড তৈরির কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ব্যাস! তারপরেই হাতেনাতে পাকড়াও হয় অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: দুর্গাপুজোয় উৎসবের মরশুমে গা ভাসিয়েছে আপামর বাঙালি। দলে দলে সকলে চলেছে ঠাকুর দেখতে। উৎসবের দিনে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল জাল আধার কার্ড তৈরির চক্র। অভিযোগ, জয়কৃষ্ণপুরে কানারা ব্যাঙ্কের পাশেই একটি দোকানের ভিতরে বসে জাল আধার কার্ড তৈরির কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ব্যাস! তারপরেই হাতেনাতে পাকড়াও হয় অভিযুক্ত।
উৎসবের দিনে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল জাল আধার কার্ড তৈরির চক্র
উৎসবের দিনে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল জাল আধার কার্ড তৈরির চক্র
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আসলাম সেখ (২৬)। তার বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায়। দোকানের তল্লাশি চালিয়ে ভিতর থেকে জাল নথি তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার মেশিন-সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় এবার বেশি ‘ওস্তাদি’ করলেই খেলা শেষ! সাবধানে থাকতে হবে ‘ওঁদের’, বিরাট বন্দোবস্ত করে ফেলল পুলিশ

advertisement

শুক্রবার অভিযুক্তকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ আদালতে অভিযুক্তের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের মরশুমে দু'নম্বরি কাজের বাড়বাড়ন্ত! জাল নথি নিয়ে...! গোপন ডেরায় পুলিশের হানা দিতেই জারিজুরি ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল