TRENDING:

WB 10th Result 2019: মাধ্যমিকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ১১ বছরেই মাধ্যমিক পাস সইফার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: মাধ্যমিকে অন্য কৃতিত্ব সইফার ৷ মাত্র ১১ বছর বয়সেই মাধ্যমিকে সফল সইফা খাতুন ৷ রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৷ সবচেয়ে কম বয়সে মাধ্যমিক পাশের নজির গড়লেন হাওড়ার আমতার বাসিন্দা সইফা খাতুন ৷
advertisement

-প্রকৃত অর্থেই বিস্ময় বালিকা হাওড়ার সইফা খাতুন। কোনওদিন স্কুলেই যায়নি। এবারের মাধ্যমিকে এই ১১ বছরের সইফাই গোটা রাজ্যের বিস্ময়। কোনও স্কুলে না পড়েই এই বিরল কৃতিত্ব গড়েছেন সইফা খাতুন ৷ ইতিহাসে এই প্রথমবার কেউ ১১ বছর বয়সে মাধ্যমিকে উত্তীর্ণ হল। তবে তার আগে কাঠখড় পোড়াতে হয়েছে বিস্তর।

শুনলে আশ্চর্য হবেন ১১ বছরে মাধ্যমিক দিলেও ৬ বছরের মধ্যেই মাধ্যমিকের সমস্ত বই ও কোর্স কমপ্লিট করে ফেলেছিল এই কৃতী ৷ অনুমতি না মেলায় ৬ বছর বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি ৷  সইফার এত ছোট বয়সে মাধ্যমিক দেওয়ার ইচ্ছে পূরণ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে পরিবার ৷ এরপর তাঁর হস্তক্ষেপেই সইফাকে মাধ্যমিকে বসার ছাড়পত্র দেয় পর্ষদ ৷

advertisement

বিরল মেধার অধিকারী সইফা এক বছর তিন মাস বয়স থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গজল গাইত ও আবৃত্তি করত ৷ দুই বছর যখন বয়স, তখন থেকে ইংরেজি বাংলা কাগজ পুরোটা পড়ে তর্জমা করতে পারত সইফা ৷ তাঁর প্রিয় বিষয় জীবন বিজ্ঞান ৷

বাবাই সইফার আদর্শ, তার শিক্ষক ৷ বাবার মতোই বড় হয়ে হয়ে ডাক্তার হতে চায় ১১ বছর বয়সী এই মাধ্যমিক উত্তীর্ণা ৷ তবে আপাতত মাধ্যমিকে প্রাপ্ত নম্বর নিয়ে খুশি নয় সইফা খাতুন ৷ তাই শীঘ্রই স্কুটিনির আবেদন করবে বলে জানায় সে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB 10th Result 2019: মাধ্যমিকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ১১ বছরেই মাধ্যমিক পাস সইফার