পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার হয় বরানগর পুরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনির্বাণ রায়ের দেহ৷ সেই সময় বাড়িতে কেউ ছিলেন না৷ ৭০ বছর বয়সি ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ৷ যেহেতু মৃত অবস্থাতেই ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়, তাই অস্বাভাবিক মামলা রুজু করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার জন্য পাঠায় পুলিশ৷
advertisement
মৃতের ছেলে অর্পণ রায়ের অভিযোগ, মর্গে দেহ রাখা এবং প্যাকিং করার জন্য হাসপাতালের কর্মী আকাশ মল্লিক ২২ হাজার টাকা দাবি করেন৷ শেষ পর্যন্ত ফোনে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ঘটনার কথা জানান অর্পণ৷ এর পরেই মদন মিত্রের নির্দেশে হাসপাতালে যান এলাকার তৃণমূল কর্মীরা৷ পৌঁছয় কামারহাটি আউটপোস্ট এবং কামারহাটি থানার পুলিশও৷ মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় সাগর দত্ত হাসপাতালের কর্মী আকাশ মল্লিককে৷
এই ঘটনার কথা জেনে যথেষ্টই ক্ষুব্ধ কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ তাঁর অভিযোগ, অনেক দিন ধরেই সাগর দত্ত হাসপাতালে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য থেকে টাকা চেয়ে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের হয়রান করছেন হাসপাতালের এক শ্রেণির কর্মী এবং দালাল চক্র৷ এই প্রবণতা আটকাতে অবিলম্বে পুলিশের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন কামারহাটির বিধায়ক৷
