TRENDING:

Hooghly News: সাপের আঁতুড়ঘর...! ঘুরে বেড়াচ্ছে বিষধর চন্দ্রবোড়া, পুলিশের হেড কোয়ার্টারে চরম আতঙ্ক

Last Updated:

Hooghly News: পুলিশের হেড কোয়ার্টারে আতঙ্কের কান্ড ! যদিও এই আতঙ্ক কোন চোর ডাকাত গুন্ডাদের নিয়ে নয়। বরং এই আতঙ্ক এক সরীসৃপকে ঘিরে। কার্যত সেই সরীসৃপদের আঁতুড় ঘর হয়ে উঠেছে চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পুলিশের হেড কোয়ার্টারে আতঙ্কের কান্ড ! যদিও এই আতঙ্ক কোনও চোর ডাকাত গুন্ডাদের নিয়ে নয়, বরং এই আতঙ্ক এক সরীসৃপকে ঘিরে। কার্যত সেই সরীসৃপদের আঁতুড় ঘর হয়ে উঠেছে চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার! হেডকোয়ার্টারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ ! যা দেখে আতঙ্কিত পুলিশকর্মীরাও। সাপ না মেরে তাকে উদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছেন তারাও।
advertisement

চুঁচুড়ায় রয়েছে চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার পুলিশ লাইন। যেখানে রয়েছে পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। যে বিল্ডিং এ চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার। সেটি বহু প্রাচীন। ডাচদের আমলের।

আরও পড়ুন-বিরাট ভোলবদল…! ভয়ঙ্কর খেল দেখাবে আবহাওয়া, ঝড়-বৃষ্টিতে ভাসবে এই জেলা, ঘনঘন ব্রজপাত, ক’দিন চলবে তাণ্ডব?

পুরনো এই ঐতিহাসিক ভবনে এর আগেও সাপের আড্ডা দেখা গিয়েছিল। আবারও সেই জায়গায় সাপেদের আড্ডা খানা হয়েছিল। সর্প বিশারদ এর অভিযানে হেডকোয়ার্টার থেকে উদ্ধার বিষধর সব সাপ।কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে।

advertisement

View More

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক! কেন ভাঙছে ৩৭ বছরের দাম্পত্য? তৃতীয় ব্যক্তি না অন্য কিছু? গোবিন্দার স্ত্রী সুনীতা মুখ খুলতেই…

চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বড় সাইজের চন্দ্রবোড়া উদ্ধার করেন। চন্দন জানান, একটা চন্দ্রবোড়া ৪০-৪৫ টা বাচ্চা দেয়। তারা বাসস্থান সঙ্কটে রয়েছে। যেখানে বসবাস করে সেখানে জল ঢুকে গেলেও বাইরে বেরিয়ে আসতে পারে। এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে। তাই সাবধানে থাকা উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সাপের আঁতুড়ঘর...! ঘুরে বেড়াচ্ছে বিষধর চন্দ্রবোড়া, পুলিশের হেড কোয়ার্টারে চরম আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল