চুঁচুড়ায় রয়েছে চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার পুলিশ লাইন। যেখানে রয়েছে পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। যে বিল্ডিং এ চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার। সেটি বহু প্রাচীন। ডাচদের আমলের।
পুরনো এই ঐতিহাসিক ভবনে এর আগেও সাপের আড্ডা দেখা গিয়েছিল। আবারও সেই জায়গায় সাপেদের আড্ডা খানা হয়েছিল। সর্প বিশারদ এর অভিযানে হেডকোয়ার্টার থেকে উদ্ধার বিষধর সব সাপ।কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে।
advertisement
চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বড় সাইজের চন্দ্রবোড়া উদ্ধার করেন। চন্দন জানান, একটা চন্দ্রবোড়া ৪০-৪৫ টা বাচ্চা দেয়। তারা বাসস্থান সঙ্কটে রয়েছে। যেখানে বসবাস করে সেখানে জল ঢুকে গেলেও বাইরে বেরিয়ে আসতে পারে। এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে। তাই সাবধানে থাকা উচিত।
রাহী হালদার