TRENDING:

Indian Railways News: গায়ে সাদা জামা, সবাই জানতেন তিনিই টিকিট পরীক্ষক! লক্ষ্মীকান্তপুর স্টেশনে যা ঘটল, হতভম্ব যাত্রীরা

Last Updated:

ধৃত একাই এই কারবার চালাতেন না কি এই চক্রে আরও অনেকে আছেন, তা জানার চেষ্টা করছে আরপিএফ ও পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনিসউদ্দিন মোল্লা, লক্ষ্মীকান্তপুর: প্রায় রোজই তাঁকে দেখা যেত শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে৷৷ সাদা জামা, কালো প্যান্ট, বুকে রেলের ব্যাজ৷ সবাই জানতেন তিনি রেলের টিকিট পরীক্ষক৷ রোজই টিকিট বিহীন অনেক রেলযাত্রীর থেকে মোটা টাকা জরিমানাও আদায় করতেন ওই ব্যক্তি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

কিন্তু টিকিট পরীক্ষক বা টিটিই হিসেবে যাঁকে সমঝে চলতেন সবাই, তিনি আসলে আসল নন বরং ভুয়ো৷ বুকের কাছে জামার উপরে লাগানো রেলের নকল ব্যাজে ছোট্ট একটা ভুলই ভুয়ো ওই টিকিট পরীক্ষককে ধরিয়ে দিল৷ সোমবার ওই ভুয়ো টিকিট পরীক্ষককে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই গ্রেফতার করেছে আরপিএফ৷

জানা গিয়েছে, ধৃত ওই ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়৷ তিনি আদতে দিল্লির বাসিন্দা৷ গত বেশ কিছু দিন ধরেই টিকিট পরীক্ষক সেজে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি৷ টিকিট না থাকলে আদায় করছিলেন জরিমানাও৷

advertisement

যদিও ওই টিকিট পরীক্ষককে দেখে রেলের আসল টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়৷ কারণ ওই ভুয়ো টিটিই-র বুকের ব্যাজে লেখা ছিল হাওড়া ডিভিশন৷ শিয়ালদহ ডিভিশনের টিকিট পরীক্ষকের জামায় কেন হাওড়া লেখা ব্যাজ থাকবে, তা দেখেই সন্দেহ হয় আসল টিকিট পরীক্ষকদের৷ খবর যায় বারুইপুরের আরপিএফ-এর কাছে৷ শেষ পর্যন্ত সোমবার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই ওই ভুয়ো টিকিট পরীক্ষককে আটক করে আরপিএফ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধৃত একাই এই কারবার চালাতেন না কি এই চক্রে আরও অনেকে আছেন, তা জানার চেষ্টা করছে আরপিএফ ও পুলিশ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রেল যাত্রীরাও৷ তাঁদের প্রশ্ন কে আসল আর কে নকল টিকিট পরীক্ষক, তাড়াহুড়োর সময় যাত্রীরা কী করে বুঝবেন?

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways News: গায়ে সাদা জামা, সবাই জানতেন তিনিই টিকিট পরীক্ষক! লক্ষ্মীকান্তপুর স্টেশনে যা ঘটল, হতভম্ব যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল