কিন্তু টিকিট পরীক্ষক বা টিটিই হিসেবে যাঁকে সমঝে চলতেন সবাই, তিনি আসলে আসল নন বরং ভুয়ো৷ বুকের কাছে জামার উপরে লাগানো রেলের নকল ব্যাজে ছোট্ট একটা ভুলই ভুয়ো ওই টিকিট পরীক্ষককে ধরিয়ে দিল৷ সোমবার ওই ভুয়ো টিকিট পরীক্ষককে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই গ্রেফতার করেছে আরপিএফ৷
জানা গিয়েছে, ধৃত ওই ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়৷ তিনি আদতে দিল্লির বাসিন্দা৷ গত বেশ কিছু দিন ধরেই টিকিট পরীক্ষক সেজে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি৷ টিকিট না থাকলে আদায় করছিলেন জরিমানাও৷
advertisement
যদিও ওই টিকিট পরীক্ষককে দেখে রেলের আসল টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়৷ কারণ ওই ভুয়ো টিটিই-র বুকের ব্যাজে লেখা ছিল হাওড়া ডিভিশন৷ শিয়ালদহ ডিভিশনের টিকিট পরীক্ষকের জামায় কেন হাওড়া লেখা ব্যাজ থাকবে, তা দেখেই সন্দেহ হয় আসল টিকিট পরীক্ষকদের৷ খবর যায় বারুইপুরের আরপিএফ-এর কাছে৷ শেষ পর্যন্ত সোমবার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই ওই ভুয়ো টিকিট পরীক্ষককে আটক করে আরপিএফ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
ধৃত একাই এই কারবার চালাতেন না কি এই চক্রে আরও অনেকে আছেন, তা জানার চেষ্টা করছে আরপিএফ ও পুলিশ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রেল যাত্রীরাও৷ তাঁদের প্রশ্ন কে আসল আর কে নকল টিকিট পরীক্ষক, তাড়াহুড়োর সময় যাত্রীরা কী করে বুঝবেন?