TRENDING:

Royal Bengal Tiger Zinat: বাগে এল বাঘিনী জিনাত? অবস্থান বদল করে ঢুকেছিল বাঁকুড়ায়, কোথায় রয়েছে সে!

Last Updated:

পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ায় জিনাত ,কোথায় থামবে রয়েল বেঙ্গল বাঘিনী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: প্রতিদিনই নিজের অবস্থান বদল করছে রয়েল বেঙ্গল বাঘিনী জিনাত। গত ১৫ নভেম্বর উড়িষ্যা থেকে পালিয়ে গিয়েছিল সে। আর তারপর থেকে বন দফতরকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে বাঘিনী।
বাঁকুড়ায় জিনাত
বাঁকুড়ায় জিনাত
advertisement

বাঘবন্দির প্রচেষ্টা করে যাচ্ছে দুই রাজ্যের বনবিভাগ। কিন্তু তাতে কী! নিজের খেয়ালেই ছুটে বেড়াচ্ছে উড়িষ্যার বাঘিনী। কোথায় তার গন্তব্য কেউ জানে না! পুরুলিয়া ছেড়ে এবার বাঁকুড়ায় প্রবেশ করল জিনাত। বিগত দু’দিনে একাধিক জায়গা বদল করেছে সে।

বনদফতর সূত্রে খবর, শনিবার সকালে তার অবস্থান ছিল মানবাজার ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের লাপাং জঙ্গলে। এই লাপাং বাঁকুড়া জেলার সীমান্তের একটি গ্রাম।

advertisement

শনিবার সকাল ন’য়টা নাগাদ রানীবাঁধ থানার গোপালপুর জঙ্গলে ঢুকে পড়ে। এই মুহূর্তে বাঘিনীর অবস্থান বাঁকুড়ার গোপালপুর গ্রামে। বাঘিনীকে ধরতে হিমসিম খাচ্ছে বনদফতর।

এ বিষয়ে ডিএফও নর্থ বাঁকুড়া জানিয়েছেন, বাঘ এখন মুকুটমণিপুর সাইডে রয়েছে। বনদফতর তৎপর হয়ে চেষ্টা করছে বাঘটিকে সুস্থভাবে রেসকিউ করার। মানুষের যাতে কোনও বিপদ না হয় তার জন্য প্রচার করা হচ্ছে।

advertisement

সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকা থেকে ময়ুরঝর্ণা হয়ে বান্দোয়ানে ঢুকে পড়ে।

তারপর থেকেই শুরু হয় বাঘবন্দির খেলা। কখনও সুন্দরবনের কৌশলে জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা গ্রাম। আবার কখনও হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করা হয়।

শুক্রবার রাতে ট্র্যাঙ্কুলাইজার টিম প্রবেশ কর জঙ্গলে । তবে রাতে ঘুমপাড়ানি গুলিতে তাকে বাগে আনা মোটেও সম্ভব ছিল না। ওইদিন রাতে বাঘবন্দি অভিযানের মধ্যেই মানবাজার ২ নং ব্লকের ডাঙরডি মোড়ের জাল ঘেরা জঙ্গল থেকে পালায় সে।

advertisement

একেবারে লোকালয়ে ঘুরে বেড়াতে শুরু করে। এরপর শনিবার সকালে ফের অবস্থান বদল করে বাঘিনী। বর্তমানে বাঁকুড়ায় রয়েছে সে। তৎপর বাঁকুড়া বনদফরতর।

অবশেষে বাগে আসতে চলেছে বাঘিনি জিনাত? রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল বাঘিনি জিনাতকে। সেই গুলি বাঘিনির গায়ে লেগেছে বলে মনে করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger Zinat: বাগে এল বাঘিনী জিনাত? অবস্থান বদল করে ঢুকেছিল বাঁকুড়ায়, কোথায় রয়েছে সে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল