TRENDING:

West Bengal News: দুই মহিলা কাজে ব্যস্ত, সামনে তখন সাক্ষাৎ 'যম'! আতঙ্কে মুড়ল কুলতলি

Last Updated:

West Bengal News: মৎসজীবী দুই মহিলা নদীতে কাঁকড়া শিকারে গিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ দেখতে পায়। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। (ছবি ও তথ্য: অর্পণ মণ্ডল)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈপিঠের পর এবার কুলতলিতে এবার বাঘের আতঙ্ক।বৃহস্পতিবার সকালে কুলতলির গোপাল গঞ্জগ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায় জঙ্গল সংলগ্ন নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছে।
advertisement

এদিন মৎসজীবী দুই মহিলা নদীতে কাঁকড়া শিকারে গিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ দেখতে পায়। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। ওই এলাকাতেই আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অন্য মৎসজীবীরা। চিৎকার শুনে লাঠি, নৌকার বৈঠা নিয়ে তাঁরা যায় ওই দুই মহিলার কাছে।

advertisement

তাঁদের উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে আনা হয়। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারবার ওই এলাকায় বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে।

advertisement

দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠের এক জমিতে চাষিরা সবজি তুলছিলেন। পাশের ধানজমিতে আচমকা নড়াচড়া ও ধানের শিষে অস্বাভাবিক দুলুনি দেখে অবাক হয়ে যান উপস্থিত চাষিরা। একটু এগোতেই তাঁদের চক্ষু ছানাবড়া। ধানের জমিতে স্বমেজাজে বসে আছেন সুন্দরবনের মহারাজ, রয়েল বেঙ্গল টাইগার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষমেশ সেখানে ফাঁদ পেতে বসেন বন কর্তারা। ছাগলের টোপে ধরা পড়েছে ওই বাঘটি। অতি উৎসাহী গ্রামবাসীরা ভিড় জমান ওই ধানজমির আশেপাশে। এবার কুলতলিতে মিলল বাঘের দেখা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দুই মহিলা কাজে ব্যস্ত, সামনে তখন সাক্ষাৎ 'যম'! আতঙ্কে মুড়ল কুলতলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল