এদিন মৎসজীবী দুই মহিলা নদীতে কাঁকড়া শিকারে গিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ দেখতে পায়। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। ওই এলাকাতেই আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অন্য মৎসজীবীরা। চিৎকার শুনে লাঠি, নৌকার বৈঠা নিয়ে তাঁরা যায় ওই দুই মহিলার কাছে।
advertisement
তাঁদের উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে আনা হয়। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারবার ওই এলাকায় বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে।
দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠের এক জমিতে চাষিরা সবজি তুলছিলেন। পাশের ধানজমিতে আচমকা নড়াচড়া ও ধানের শিষে অস্বাভাবিক দুলুনি দেখে অবাক হয়ে যান উপস্থিত চাষিরা। একটু এগোতেই তাঁদের চক্ষু ছানাবড়া। ধানের জমিতে স্বমেজাজে বসে আছেন সুন্দরবনের মহারাজ, রয়েল বেঙ্গল টাইগার।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন শেষমেশ সেখানে ফাঁদ পেতে বসেন বন কর্তারা। ছাগলের টোপে ধরা পড়েছে ওই বাঘটি। অতি উৎসাহী গ্রামবাসীরা ভিড় জমান ওই ধানজমির আশেপাশে। এবার কুলতলিতে মিলল বাঘের দেখা।