আর বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে সুন্দরবন মানেই রহস্যে মোড়া এক জায়গা। দিন-রাত নদীপথেই ঘুরতে ঘুরতে হরিণ, কুমির, পাখি দেখতে দেখতে উপভোগ করেন সকলে। বাঘের আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের বেঁচে থাকা মুশকিল হলেও অনেকেই আবার শুধু বাঘ দেখতেই সুন্দরবনে ঘুরতে আসেন। কিন্তু সচরাচর সে আশা পূরণ হয় না। কারণ যখন তখন বাঘমামা সকলকে দেখা দেননা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তাই ঘুরতে গিয়ে সুন্দরবনে বাঘ দেখা আর লটারি জেতা খানিকটা একইরকম। সুন্দরবনের জঙ্গলে হঠাৎ বাঘের দেখা পেয়ে তাই আনন্দে ফেটে পড়লেন সুন্দরবনে ঘুরতে আসা কয়েকজন পর্যটক।
দেখতে পেয়ে তারপর ধীরে ধীরে কাছে আসতেই নড়েচড়ে বসলেন বোটের বাকি সদস্যরা। ঠিক তো, এ যে বাঘ! একজন বলছেন, “তাড়াতাড়ি বোট চালাও। আমাদের দিকে চলে আসতে পারে।” অন্যদিকে একজন বলছেন, “অপেক্ষা কর। আরও কাছ থেকে দেখি বাঘটাকে।” সবমিলিয়ে এক হইহই কাণ্ড ।
সুমন সাহা