TRENDING:

Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল, ২ রাজ্যের বন বিভাগের চেষ্টায় ১২ ঘণ্টা পর খাঁচায় বাঘ

Last Updated:

Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ফের বাঘের আগমন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের শিলি বনাঞ্চলের মাড়দু গ্রামে। গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ফের বাঘের আগমন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের শিলি বনাঞ্চলের মাড়দু গ্রামে। গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। এ প্রসঙ্গে পুরন্দর মাহাতো বলেন, ভোর চার’টের সময় তিনি যখন গবাদি পশু বের করতে যান, সেই সময় তার বাড়িতে একটি বাঘ ঢুকে পড়ে।‌ ওই সময় তাঁর দুই মেয়ে সেখানে ছিলেন। তারা চিৎকার করায় বুঝতে পারেন ঘরের মধ্যে বাঘ ঢুকে পড়েছে। এরপরই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি ওই ঘরের দরজা বন্ধ করে দেন।
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুই রাজ্যের বন বিভাগের আধিকারিকরা। পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) পরিতোষ উপাধ্যায়। ঘিরে ফেলা হয় পুরন্দর মাহাতোর গোটা বাড়ি।‌ বাঘ বন্দি করতে আনা হয় খাঁচা। প্রায় ১২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে খাঁচাবন্দি হয় ওই রয়্যাল বেঙ্গল টাইগার।

আরও পড়ুনঃ দুর্বার গতিতে শরীরে থাবা বসাচ্ছে ক্যানসার! ৩ সবজি, ফলই ‘সুপারফুড’! রোজ খেতেই হবে, কমবে প্রাণের ঝুঁকি

advertisement

বাঘটিকে পালামু নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাঁচির ডিএফও শ্রীকান্ত বর্মা। এদিন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এলাকায়।‌ বাঘটি ধরা পড়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল, ২ রাজ্যের বন বিভাগের চেষ্টায় ১২ ঘণ্টা পর খাঁচায় বাঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল