TRENDING:

Tiger: জিনাতের পথেই এবার পুরুষ রয়্যাল বেঙ্গল? বান্দোয়ানের জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল ছবি

Last Updated:

তাকে খোঁজার জন্য গঠিত হয়েছিল ৮টি বিশেষ দল, তিন জেলার জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছিল জিনাতের 'প্রেমিক'কে ধরার জন্য। অবশেষে ক্যামেরা বন্দি হলো সেই বাঘ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: তাকে খোঁজার জন্য গঠিত হয়েছিল ৮টি বিশেষ দল, তিন জেলার জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছিল জিনাতের ‘প্রেমিক’কে ধরার জন্য। অবশেষে ক্যামেরা বন্দি হলো সেই বাঘ। পুরুলিয়ার বান্দোয়ানে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লেন বাঘমামা। মানবাজার থেকে তিনি ফের ফিরলেন বান্দোয়ানে। শনিবার, ভোর ৩টে ২৫মিনিটে বান্দোয়ানের রাইকার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। এই বাঘ আতঙ্কে আশেপাশের কিছু রাস্তায় সাময়িক যানজট হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সন্ধ্যার পর প্রায় আটটা নাগাদ যেমনটা জানা যায় যে রাইকা সংলগ্ন জঙ্গল থেকে বাঘ রাজ্য সড়ক পার হয়ে ঢুকে পড়েছে মানবাজার ২ ব্লকের নেকড়া এলাকায়।
ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া সেই ছবি। ছবি - নিজস্ব
ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া সেই ছবি। ছবি - নিজস্ব
advertisement

আরও পড়ুন: মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ,কারণ?

প্রসঙ্গত, কিছুদিন আগে জিনাত ধরা পড়লেও তাঁর ‘প্রেমিক’ এখনও বাগে আসেনি। ফলে, ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাধিক জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বন দফতর। মোট আটটি বিশেষ দল তল্লাশি চালানো শুরু হয়। ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে। বাঘের হদিশ পেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বন দফতর।

advertisement

আরও পড়ুন: মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী

সেরা ভিডিও

আরও দেখুন
২৪কে ছাপিয়ে গেল, ২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন
আরও দেখুন

তিন জেলাতে বাঘের আতঙ্ক মাথাচাড়া দিলেও এখনও পর্যন্ত কোনও গবাদি পশুর ক্ষতি করেনি বলেই স্থানীয়দের দাবি। বাঘের বিষয় জানতে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলেন বনকর্মীরা। বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছিল, এবার সেই ট্র্যাপ ক্যামেরাতেই দেখা মিলল ‘রয়্যাল বেঙ্গলের’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger: জিনাতের পথেই এবার পুরুষ রয়্যাল বেঙ্গল? বান্দোয়ানের জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল