আরও পড়ুন: মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ,কারণ?
প্রসঙ্গত, কিছুদিন আগে জিনাত ধরা পড়লেও তাঁর ‘প্রেমিক’ এখনও বাগে আসেনি। ফলে, ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাধিক জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বন দফতর। মোট আটটি বিশেষ দল তল্লাশি চালানো শুরু হয়। ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে। বাঘের হদিশ পেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বন দফতর।
advertisement
আরও পড়ুন: মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী
তিন জেলাতে বাঘের আতঙ্ক মাথাচাড়া দিলেও এখনও পর্যন্ত কোনও গবাদি পশুর ক্ষতি করেনি বলেই স্থানীয়দের দাবি। বাঘের বিষয় জানতে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলেন বনকর্মীরা। বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছিল, এবার সেই ট্র্যাপ ক্যামেরাতেই দেখা মিলল ‘রয়্যাল বেঙ্গলের’।
