ভিন রাজ্য থেকে এসে আসানসোলের কুলটিতে দিনে-দুপুরে ছিনতাই। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ঝাড়খন্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে চারজন সাধুর সঙ্গে দেখা হয় তাঁদের। আশীর্বাদ দেওয়ার নাম করে ওই ব্যক্তির স্ত্রীর গলায় পরে থাকা মঙ্গলসূত্রটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
advertisement
আরও পড়ুনঃ সরকারি চাকরি এবার হাতের মুঠোয়, চাই শুধু পরিশ্রম! বিনামূল্যে দিশা দেখাচ্ছে আসানসোলের এই সংস্থা
এরপর চার চাকা গাড়িতে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রকাশ্য দিবালোকে এইভাবে ছিনতাইয়ের খবর পেয়ে তৎপর হয় কুলটি থানার পুলিশ। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ওই চার চাকা গাড়িটি ঝাড়খন্ডের দিকে যাচ্ছে। এই খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত মেলাকলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে। আর তাতেই গাড়ি-সহ চারজনকে গ্রেফতার করা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।