স্থানীয় বাসিন্দা আনসার আলী শেখ জানিয়েছেন, এটা আর রাস্তা নেই, এখন পুকুর হয়ে গিয়েছে। রোগী নিয়ে যেতে চরম সমস্যা হয়। আমরা নাজেহাল হয়ে উঠেছি। এই রাস্তার দ্রুত সংস্কার হলে আমাদের অনেক সুবিধা হবে।স্থানীয়দের কথায়, এই রাস্তা দিয়ে রোগি নিয়ে যেতেও চরম সমস্যায় পড়তে হয়। এছাড়া একাধিক পড়ুয়াকে বিদ্যালয়েও যেতে হয় এই রাস্তা দিয়েই। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যায়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
তবে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা। ফলে রাস্তার দ্রুত সংস্কার হোক সেটাই চাইছেন এলাকাবাসী। বকপুর পঞ্চায়েতের উপপ্রধান সরিদুল শেখ জানিয়েছেন, প্রশাসনের সব জায়গায় বিডিও, জেলা পরিষদ এমনকি মন্ত্রী সাহেবকেও জানানো হয়েছে। আমাকে সিডিউল দিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হবে। এই মাস থেকেই শুরু হওয়ার কথা।
আরও পড়ুন : ১০০ শতাংশ স্কোর জয়েন্ট এন্ট্রান্স মেন-এ! দেশের সেরা তালিকায় পূর্ব বর্ধমানের দেবদত্তা, চিনে নিন এই মেয়েকে
বছর তিনেক আগেই তৈরি হয়েছিল নতুন রাস্তা।তবে তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। গোটা রাস্তার মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল তা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর কথা অনুযায়ী অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। স্থানীয়রাও কবে এই রাস্তা ঠিক হয় সেই অপেক্ষায় দিন গুনছেন।
বনোয়ারীলাল চৌধুরী