পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬ নং ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে সাহাড়দা হাইস্কুল পর্যন্ত ৬ কিমি রাস্তার হাল বেহাল। সেই নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী, পড়ুয়া ও নিত্যযাত্রীরা।
আরও পড়ুনঃ হাইটেনশন তারের নিচে অবৈধ নির্মাণ! হঠাৎ বিদ্যুতের ঝটকা, ছিটকে গেলেন শ্রমিক, মুহূর্তে সব শেষ
advertisement
গত বছরের মার্চ মাসে কাজ শুরু হওয়ার কথা। সেই মতো বোর্ড বসেছে। প্রায় ৩ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এরপর দেখতে দেখতে প্রায় দেড় বছর হতে চলল, কিন্তু এখনও রাস্তার কাজ শুরু হয়নি। ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী, পড়ুয়া, নিত্যযাত্রীরা। তাঁরা চান দ্রুত রাস্তা তৈরি করুক প্রশাসন।
এই বিষয়ে পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা জানান, রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে দুই দিকের গাছ কাটা হয়ে গিয়েছে। বর্ষার জন্য কাজ শুরু হয়নি। বর্ষা পেরোলেই কাজ শুরু হবে।