আরও পড়ুন: কাঠগড়ায় ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললেন জীবনকৃষ্ণ! ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত বিধায়কের
পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে পথদুর্ঘটনার খবর উঠে আসছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে দিঘা যাওয়ার ১১৬বি জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী এবং পুলিশ কর্মীরা। ৩০ অগাস্ট শনিবার সকালে ডিউটিরত অবস্থায় দুর্ঘটনায় আহত হলেন নন্দকুমার থানার তিন পুলিশকর্মী। দুর্ঘটনাটি ঘটে নন্দকুমার থানার অন্তর্গত ১১৬বি জাতীয় সড়কের শ্রীধরপুর মোড়ে।
advertisement
নন্দকুমার থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘার দিক থেকে নন্দকুমার এর দিকে আসছিল একটি তেল ট্যাঙ্কার। উল্টো দিক থেকে যাচ্ছিল নন্দকুমার থানার একটি টহলদারি পুলিশ ভ্যান। মুখোমুখি সংঘর্ষ লাগে তেল ট্যাংকার ও পুলিশ ভ্যানের। জানা গিয়েছে, হঠাৎই তেল ট্যাংকারের সামনে সাইকেল আরোহী চলে আসে। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে তেল ট্যাংকারটি। পুলিশ গাড়িতে থাকা গাড়ি চালক-সহ তিন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিনের এই দুর্ঘটনা প্রসঙ্গে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক অমিত দেব বলেন, “সকাল সাড়ে ৭টার পর থানার একটি গাড়ি দিঘা যাওয়ার জাতীয় সড়কে শ্রীধরপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভিতরে থাকা তিন পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশের গাড়িটির সঙ্গে তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। তেল ট্যাঙ্কারে চালককে আটক করা হয়েছে।” প্রসঙ্গত, দিঘায় যাওয়ার জাতীয় সড়কে শ্রীধরপুরের মত জনবহুল মোড়ে ডিউটিরত অবস্থায় তিন পুলিশ কর্মী দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।