TRENDING:

বাস, লরি, টোটোর পরপর ধাক্কা! নন্দীগ্রামে দুর্ঘটনার ভয়াবহ চিত্র, বরাত জোরে বিপুল প্রাণহানি থেকে রক্ষা

Last Updated:

চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে বাস ও লরির সংঘর্ষের কোপ পড়েছে যাত্রী বোঝাই টোটোর উপরেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা! বাস, লরি, টোটো তিনটি গাড়ির পরপর সংঘর্ষ। দুর্ঘটনার জেরে কারুর প্রাণ যায়নি তাই রক্ষে। কিন্তু আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন যাত্রী। বরাত জোরে তাঁদের প্রাণ বেঁচে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে বাস ও লরির সংঘর্ষের কোপ পড়েছে যাত্রী বোঝাই টোটোর উপরেও।
চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনা
চন্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনা
advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীপুরের কাছে এড়াশাল হাসপাতালের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি লরি এবং একটি বাস চন্ডীপুরের দিকে যাচ্ছিল। আচমকাই লরির সামনে একটি যাত্রিবাহী টোটো চলে আসে। যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। ভিড় জমে যায় গোটা এলাকায়।

আরও পড়ুনঃ ডেঙ্গি রোধে ‘অল আউট অভিযান’! এই মাছ খেতে পারে ঘন্টায় ২০০টি মশার লার্ভা, বিরাট পদক্ষেপ পাঁশকুড়ায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাসটি ওভারটেক করতে গিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা টোটোকে গিয়ে ধাক্কা মারে। রাস্তার দুই দিকে ছিটকে পড়ে বাস এবং লরি। এই ঘটনায় বাস এবং টোটোর যাত্রীরা আহত হন। মোট ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস, লরি, টোটোর পরপর ধাক্কা! নন্দীগ্রামে দুর্ঘটনার ভয়াবহ চিত্র, বরাত জোরে বিপুল প্রাণহানি থেকে রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল