প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি বারাসতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় পাশ দিয়ে একটি ডাম্পারও যাচ্ছিল ওই দিকে৷ হঠাৎ করেই সেই ডাম্পারে ধাক্কা লাগে স্কুটিটির৷ নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুটিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে! সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড়, সাবধান
advertisement
মহিলা সহ শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও স্কুটি চালক ডানদিকে পড়ায় পিছন থেকে আসা ডাম্পারে চাকায় পিষ্ট হয়ে যান তিনি৷ তাঁর দেহ চাকায় আটকে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়।
সেই সময় রাস্তার পাশে থাকা মানুষজন ডাম্পারটিকে দাঁড়ানোর চেষ্টা করলেও কোনওরকম ভাবেই ডাম্পারটি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রাম ট্র্যাফিক পুলিশ। ইতিমধ্যেই অবশ্য মহিলা ও শিশুটিকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।