জানা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষ্যে একটি প্রাইভেট গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বেশ কয়েকজন। সেই প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক মোটর বাইক ও সাইকেলে ধাক্কা মারে। এর জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ বসিরহাটের বুকে মহিষাদল রাজবাড়ি! শতাব্দী প্রাচীন বনেদি বাড়ির পুজোয় বড় চমক, উপচে পড়ছে ভিড়
advertisement
আহতদের দ্রুত ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ব্যক্তির নাম মিলন সিং (২৫)। তিনি ঘাটালের বুয়ালিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। তাঁরা গিয়ে রাজ্য সড়ক যানজট মুক্ত করে ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্গাপুজো মানেই আনন্দ, উচ্ছ্বাস। কিন্তু সেই উৎসবের মরশুমেই ঘাটালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছেন ৫ জন। পুলিশ গিয়ে রাজ্য সড়ক যানজট মুক্ত করে।