TRENDING:

RG Kar case রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া, আরজি কর কাণ্ডে এবার নজরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর?

Last Updated:

ঘটনার দিন সূর্যাস্তের পরে কেন তড়িঘড়ি নির্য়াতিতার ময়নাতদন্ত করা হল, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, পানিহাটি: আরজি কর কাণ্ডের শুরু থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক এবং এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এফআইআর দায়ের করা থেকে শুরু করে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করার মতো অভিযোগ উঠেছিল তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে৷
আরজি কর কাণ্ডে উঠে এল সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷
আরজি কর কাণ্ডে উঠে এল সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷
advertisement

এবার এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুললেন এক ময়নাতদন্তকারী চিকিৎসক৷ অভিযোগ. ওই দিনই ময়নাতদন্ত করানোর জন্য আরজি কর হাসপাতালের মর্গে গিয়ে চিকিৎসকদের উপরে চাপ দিয়েছিলেন পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়৷

আরও পড়ুন: ‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

advertisement

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুন মামলায় গতকাল ময়নাতদন্তকারী দলে থাকা অন্যতম চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করেছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের সামনে ওই চিকিৎসক দাবি করেন, মৃতার পরিবারের লোক বলে দাবি করে একজন হুমকি দেন, ওই দিনই সন্ধ্যায় ময়নাতদন্ত করতে হবে৷ না হলে রক্তগঙ্গা বইবে৷ যিনি হুমকি দিচ্ছিলেন তিনি নিজেকে মৃতার কাকা বলে পরিচয় দিয়েছিলেন৷ এলাকার প্রাক্তন কাউন্সিলর একজন কেউ ছিলেন৷ নাম বলতে পারব না৷ কাগজপত্র না থাকায় ময়নাতদন্ত করতে একটু দেরি হয়৷

advertisement

ঘটনার দিন সন্ধের পরে কেন তড়িঘড়ি নির্য়াতিতার ময়নাতদন্ত করা হল, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল৷ ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসক এমন গুরুতর অভিযোগ করার পর স্বভাবতই বিষয়টি অন্য মাত্রা পায়৷ এই ঘটনায় সামনে উঠে এসেছে এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷ যদিও সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব৷ তবে তিনি স্বীকার করেছেন, ঘটনার দিন নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে আরজি কর হাসপাতালে ছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করায় পাল্টা আইন পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতকাল তাঁর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকা ছাড়া সিপিএমের ওই প্রাক্তন কাউন্সিলর৷ সোমবার সকালে বাড়ি গিয়েও সঞ্জীবের দেখা মেলেনি৷ তালাবন্ধ অবস্থায় ছিল তাঁর বাড়ি৷ এলাকা সূত্রে খবর, কাজ আছে বলে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সঞ্জীব৷ তার পর আর ফেরেননি৷ সঞ্জীববাবু কোথায় রয়েছেন, তাঁর বাড়ির কেয়ারটেকারও সে বিষয়ে কিছু বলতে পারেননি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar case রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া, আরজি কর কাণ্ডে এবার নজরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল