স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরমে রীতিমত ছটফট করছে পশ্চিম বর্ধমান জেলার মানুষ। বিদ্যুৎ ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে রূপনারায়নপুরের এই রূপনগর এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। আবার তা মেরামতি করতে সময় লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। এমনকি রাত্রে বিদ্যুতের সমস্যা দেখা দিলে তা ঠিক হতে সকাল পেরিয়ে বেলা হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: থানায় এখন থেকে রাত কাটাতে পারবেন পর্যটকরা!
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, বিদ্যুৎ দফতরের কথা অনুযায়ী সেখানে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্যা হওয়ার কারণেই সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অন্যদিকে রাত্রে বিদ্যুতের সমস্যা দেখা দিলে, তা মেরামত করার জন্য বিদ্যুৎ দফতরের কোনও কর্মীকে পাওয়া যাচ্ছে না। ফলে এই গরমে বিদ্যুৎ ছাড়া দীর্ঘ সময় থাকতে হচ্ছে এলাকার মানুষকে।
স্থানীয়রা বলছেন, এই গরমে বড় মানুষ তো তাও একটু কষ্ট সহ্য করতে পারছেন। কিন্তু বাড়িতে বিদ্যুৎ না থাকলে সবথেকে বেশি সমস্যা হচ্ছে শিশু এবং প্রবীণ সদস্যদের। স্থানীয়রা বলছেন, বারবার এই নিয়ে বিদ্যুৎ দফতরের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। যে কারণে তাঁরা বিদ্যুৎ দফতরের কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন।
নয়ন ঘোষ