পাওয়ার গ্রিড নিয়ে অনড় অবস্থান থেকে কি সরে আসছে ভাঙড়ে আন্দোলনকারীরা? এই নিয়েই বিধানসভায় জোর তরজা।
পাওয়ার গ্রিড বিরোধিতায় দফায় দফায় আন্দোলন। সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঘোষণা করেছিলেন, ভাঙড়বাসী না চাইলে পাওয়ার গ্রিড হবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভাঙড়বাসীকে বোঝাতে শুরু হয় বিভিন্ন পদক্ষেপ।
advertisement
বিজ্ঞানী ও পরিবেশবিদদের মাধ্যমে সচেতনতা অভিযান
রাজনৈতিক সভা ও জনসংযোগের মাধ্যমে পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বোঝানো
জমির ওপর দিয়ে তার গেলে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত
এসব কারণেই পাওয়ার গ্রিড নিয়ে মানুষের মতবদল বলে দাবি রাজ্য সরকারের। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে বহিরাগতদের ইন্ধন নিয়েও সরব বিদ্যুৎমন্ত্রী।
ভাঙড়ের পাওয়ার গ্রিড নিয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীও। পাওয়ার গ্রিড রূপায়িত হলে উন্নয়নে গতি বাড়বে। এব্যাপারে রাজ্যের পাশে থাকার আশ্বাস মোদি সরকারের।