TRENDING:

সোমবার থেকে শুরু কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ

Last Updated:

কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডার বিপত্তির খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কল্যাণী:  কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডার বিপত্তির খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা। সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কাল থেকে মেরামতি শুরুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement

শনিবার ভোরে কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুতে ধরা পড়ে ফাটল। কল্যাণী থেকে সেতুর বাঁদিকে ২ ও ৩ নম্বর পিলারের মাঝে, গার্ডারে ধরা পড়ে বিপত্তি। তার জেরেই সুতোর মতো ঝুলছে সেতু। পরিস্থিতি এতটাই সঙিন যে এবার পথচারীদের চলাচলেও নিষেধাঞ্জা জারি করল প্রশাসন।

কী কারণে মাত্র সাতাশ বছরের সেতু এমন ক্ষতিগ্রস্ত হল? জানতে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সমস্যা ধরা পড়তেই রবিবার ঘটনাস্থলে যান পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা। শুরু হয়েছে ব্রিজের কোথায় সমস্যা তা খতিয়ে দেখার পালা।

advertisement

- রবিবার সেতুর পরিস্থিতি খতিয়ে দেখেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা

- সেতুর ২ ও ৩ নং পিলারের ওপরের অংশ খতিয়ে দেখা হয়

- খতিয়ে দেখা হয় ওই দুই পিলারের নীচের অংশও

- ল্যাডার দিয়ে ব্রিচের নীচে নেমে পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা

advertisement

অনির্দিষ্ট কালের জন্য যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী ৷ ইতিমধ্যেই নদিয়া ও হুগলি পুলিশ ঘটনাস্থলে রয়েছে ৷ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার ভোর ৪ টে নাগাদ ৷  সেতু ৫ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নেমে গিয়েছে দেখতে পেয়ে পথচলতি মানুষ টোল প্লাজার কর্মীদের জানায় ৷ এরপর টোল প্লাজার কর্মীরা উর্ধ্বতন কর্মীদের জানায় ৷ ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সোমবার থেকে মেরামতি শুরুর ব্যাপারে আশাবাদী ইঞ্জিনিয়াররা। গঙ্গার দু’পারে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার সঙ্গে এতদিন দ্রুত যোগাযোগ রাখা যেত ঈশ্বর গুপ্ত সেতুর মাধ্যমে। কিন্তু, এখন, অনেকটা রাস্তা ঘুরে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু বা বালির সেতু দিয়ে গঙ্গা পারাপার করতে হচ্ছে। ফলে, ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোমবার থেকে শুরু কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল