লক্ষন মান্ডি নামে এক রেফারিকে লাথি মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার নিন্দা জানিয়েছিল সমগ্র ক্রীড়ামহল। সেই ঘটনার প্রতিবাদে এবং রেফারিদের সম্মান রক্ষার্থে সোমবার প্রতিবাদে সামিল হল পশ্চিম মেদিনীপুর রেফারি এ্যাসোসিয়েশন।
আরও পড়ুনঃ বাংলা ভাষার অবমাননার অভিযোগ! ৭ দিনের মধ্যে…! সময় বেঁধে কড়া হুঁশিয়ারি পুরসভার
এদিন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করেন রেফারিরা। সেই সঙ্গেই গত ১৫ অগাস্টের ঘটনার ধিক্কার জানিয়ে কালো ব্যাজ পরে ধিক্কার মিছিল করে রেফারি এ্যাসোসিয়েশন। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা তাঁদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে।
advertisement
এদিন মেদিনীপুর অরবিন্দ স্ট্যাডিয়াম থেকে এই ধিক্কার মিছিলে সামিল হন শতাধিক রেফারি। মেদিনীপুর শহর পরিক্রমা করে এই মিছিল। রেফারিদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা।