আরও পড়ুন– প্রেমিকের সঙ্গে ‘অশ্লীল’ নাচ স্ত্রী-র ! ভিডিও দেখে নিজেকেই শেষ করলেন স্বামী
পর্যটকেরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। ভাড়ার তালিকা জমা দিতে হবে হোটেল অ্যাসোসিয়েশনের কাছেও। তারা সেই তালিকা জমা করবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে। পর্ষদের পক্ষ থেকে হোটেলে সারপ্রাইজ ভিজিট করা হবে। ইচ্ছেমতো ভাড়া নিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পর্যটকদের অভিযোগ সত্যি প্রমাণিত হলেও জরিমানা করা হবে। হোটেলের অনুমোদনও বাতিল হতে পারে। দিঘায় হোটেলের কালোবাজারি রুখতে নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে জেলাশাসকের নেতৃত্বে চারটি হোটেল মালিক সংগঠনকে নিয়ে বৈঠক ডাকা হয়। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, নেহা বন্দ্যোপাধ্যায়, ডিএসডিএ-র নীলাঞ্জন মণ্ড প্রমুখ।
advertisement
হোটেল মালিক সংগঠনের তরফে প্রশাসনের কাছে বেশ কিছু দাবি জানানো হয়। জগন্নাথধাম উদ্বোধনের পর পর্যটকদের ভিড় বাড়ায় মন্দির সংলগ্ন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে অবিলম্বে রাস্তা সম্প্রসারণ করতে হবে। এছাড়াও কিছু এলাকায় পথবাতির দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র।