শেষমেশ দোকানের একটি কোন থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া ১২ হাজার ৭০০ টাকা। বাকি টাকা ক্যাশ বাক্সেই রয়েছে।
আরও পড়ুন: ৩ টাকায় চিকেন শিঙাড়া, ৪ টাকায় আলুর শিঙাড়া, জেনে নিন কোথায় এই শিঙাড়াকাকুর দোকান
তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের এক ভুষিমাল দোকানের ঘটনা। রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৪ থেকে ১৫ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ী। সকালে দোকান খুলে চোখ কপালে। ক্যাশবাক্স ফাঁকা। কোনও টাকা নেই। সামান্য কিছু টাকা পড়ে রয়েছে। খবর পাওয়ার পর আশপাশের দোকানদাররা ভিড় জমান।
advertisement
আরও পড়ুন: বড় কেলেঙ্কারি! বিক্রি হয়ে গেল আস্ত সরকারি স্কুল, উচ্ছেদের নোটিশ শিক্ষকদের
চোরকে চিহ্নিত করতে চালিয়ে দেখা হয় সিসিটিভি-র রেকর্ডিং। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় সারা রাতের ফুটেজ। দেখা গেল চোর বাবাজিটি আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটি ইঁদুর। ক্যাশবাক্সে যে সামান্য একটু ফাঁক রয়েছে, সেটি দিয়েই মুখ গলিয় নোট বের করছে। কখনও একটা। কখনও এক গোছা। তারপর তা মুখে করে তড়বড় করে চারপেয়ে হেঁটে যাচ্ছে দোকানের এক কোণে। সেখানে গচ্ছিত রাখছে সেই টাকা। যাচ্ছে আর আসছে। এই করতে করতে ক্যাশবাক্স প্রায় ফাঁকা।
এর পর খোঁজ খোঁজ। ইঁদুরের সেই গোপন ভল্টের সন্ধান অবশেষে মিলল। পাওয়া গেল ১২ হাজার ৭০০ টাকাও। সিদ্ধিদাতার বাহন বলেই বোধহয় ব্যবসায়ী অমলকুমার খুব একটা আমল দিলেন না বিষয়টিকে। বললেন সবই গনেশের ইচ্ছা!