উনিশে অক্টোবর। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেখ রফিকুল ইসলাম নামে এক রোগীকে নিয়ে যায় পরিবার। শেখ রফিকুলের সমস্যা শুনে অবাক চিকিৎসকরা। রোগী জানান, খাবার খাওয়ার পর তা মূত্রনালি দিয়ে বেরিয়ে যাচ্ছে!
আরও পড়ুন সম্পত্তি নিয়ে বিবাদের জের, ছেলেকে পুড়িয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে
চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে দেখেন, রফিকুল অতি বিরল এক ফিসচুলায় আক্রান্ত।
advertisement
- ইউরেটেরো ডুওডেনাল ফিসচুলায় আক্রান্ত হন রোগী
- ছোটবেলায় রফিকুলের মূত্রনালি দিয়ে কৃমি বেরোয়
- যা অত্যন্ত বিরল ঘটনা
- তা থেকেই এই অতি বিরল ফিসচুলায় আক্রান্ত রফিকুল
বর্ধমানে মেডিক্যালে তেইশ বছরের যুবকের অস্ত্রোপচার সফল হয়। এখন ভাল আছেন রফিকুল ইসলাম। চিকিৎসকদের দাবি, এই ফিসচুলা অতি বিরল।
রফিকুলের অস্ত্রোপচারের জন্য বর্ধমান মেডিক্যালে চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের একটি দল তৈরি হয়। হাসপাতালে নিখরচায় অস্ত্রোপচারে ছেলে সুস্থ। দুশ্চিন্তা কেটেছে পরিবারের।