TRENDING:

ধর্ষণের মামলা তোলার হুমকি, বিষ্ণুপুরে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা

Last Updated:

বিষ্ণুপুরে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা। পরিবারের অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মামলা তুলে নিতে লাগাতার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর: বিষ্ণুপুরে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা। পরিবারের অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মামলা তুলে নিতে লাগাতার হুমকি দেয় ধর্ষক ও তার পরিবার। মামলা না তুললে ফের ধর্ষণ, এমনকী খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি, ধৃতের বিরুদ্ধে চার্জশিটে সঠিক তথ্যপ্রমাণ না দিতে পারার জন্যই ছাড়া পায় অভিযুক্ত সুধেন্দু পাল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
advertisement

-- বিষ্ণুপুরে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা

-- মামলা তুলতে নির্যাতিতাতে 'হুমকি'

-- ফের ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ

-- পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

অপমান ও ভয়ে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা। চলতি বছর অক্টোবর গণধর্ষণের শিকার হন বিষ্ণুপুরের বিদ্যানগরের ওই তরুণী। অভিযোগ, ধৃত সুধেন্দু পাল জামিনে মুক্তি পেয়েই মামলা তুলে নিতে পরিবারকে চাপ দিতে শুরু করে। প্রকাশ্যে, ফোন করে লাগাতার চলে ফের ধর্ষণ এমনকী খুনের হুমকি। এরপরই সোমবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই তরুণী।

advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ চার্জশিটে সঠিক তথ্যপ্রমাণ না দিতে পারাতেই জামিন পায় সুধেন্দু পাল। এরপর থেকেই শুরু হয় মানসিক অত্যাচার। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ধর্ষিতার পরিবার।

পুজোর ভাসান দেখে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন বিষ্ণুপুরের বিদ্যানগরের ওই তরুণী। অভিযোগ, প্রতিবেশী তিন যুবক বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে

advertisement

১৬ অক্টোবর, ২০১৬

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাতেই বিষ্ণপুর থানায় অভিযোগ দায়েরের পর ২ অভিযুক্ত সুধেন্দু পাল ও কার্তিক জানাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের ৪৫ দিন পর জামিনে মুক্তি পায় সুধেন্দু পাল। কার্তিক জানা এখনও জেল হেফাজতে ৷ এরপর থেকেই ফের টার্গেট হয় ওই তরুণী। শুরু হয় লাগাতার হুমকি। সুধেন্দুর হুমকির ভয় এবং অপমানেই আত্মহত্যা করেছে ঘরেরে মেয়ে, দাবি ধর্ষিতার পরিবারের। তাই সুধেন্দুর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধর্ষণের মামলা তোলার হুমকি, বিষ্ণুপুরে বিষ খেয়ে আত্মঘাতী নির্যাতিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল