উওর চব্বিশ পরগনার হাবরা থানারঘটনা ৷ রাধারানী গালর্স হাই স্কুলে পঞ্চম শ্রণির ছাত্রী । বাবা কৃষ্ণ বিশ্বাস পেশায় ভ্যান চালক ৷ মা দিনমজুরের কাজ করেন ৷ বাবা মা দু’জনেই কাজে বেরিয়ে যায় বলে বাচ্দের পাশে মালির ও পিসির বাড়িতে রেখে যেতেন কৃষ্ণবাবু ৷ সেখানেই পাড়া সম্পর্কে এক জ্যেঠুর বাড়িতে মাঝে মাঝেই যেত ১০ বছরের নাবালিকা ৷ কিন্তু সেই সুযোগেই দিনের পর দিন ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষন করতেন ওই ব্যক্তি ।
advertisement
বুধবার সকালে মেয়ের শারীরিক কিছু সমস্যা দেখতে পান বাড়ির সদস্যরা। এরপর তাকে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙ্গে পরে ছোট মেয়েটি ৷ সমস্ত ঘটনা শুনে ছুটে আসে এলাকাবাসীরা । অসুস্থ মেয়েকে তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক থানাজানিয়েছেন এই ধরনের ঘটনায় সবাইকেই প্রথমে মানবিক দিক ভেবে দেখা উচিৎ ৷ তাছাড়া ঘটনাটি খুবই দুঃখজনক ৷ অভিযুক্ত ডাক্তারকে সাবধান করে দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে আর যেন এইরকম ঘটনা আর না ঘটে তাই অন্যান্য ডাক্তারদেরও নেটিশ দেওয়া হবে। যে কোনও রোগির সবার আগে চিকিৎসা করতে হবে।