অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, সেই সঙ্গে এক জনের অবস্থা আশঙ্কাজনক। কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে চারচাকা গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, গুরুতর আহত হন আরও একজন।
advertisement
আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার নদিয়ার কল্যাণী থেকে মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠকে যাচ্ছিলেন জিন্দাল সংস্থার দুই জেনারেল ম্যানেজার এবং গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের পিছনে ধাক্কা মারে, এই ঘটনায় সামনে বসা দু’জনের মৃত্যু হয়।
মৃতদের একজন জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার গৌতম জানা (৫০)। অপরজন গাড়ির চালক, তার নাম পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত জেনারেল ম্যানেজার সন্দীপ চক্রবর্তী (কল্যাণী নিবাসী) বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ড পৌঁছে উদ্ধারকাজ চালায়। জিন্দাল মাইথন কোম্পানির কর্মী অরিন্দম মণ্ডল জানান, মুচিপাড়ায় মিটিংয়ের উদ্দেশ্যেই তাঁরা আসছিলেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সামনে থাকা ট্রাকটিকে ধাক্কা মারার ফলে ক্ষতি হয়েছে ট্রাকটিরও।
