Snake: জঙ্গল ছেড়ে গৃহস্থের বাড়িতে ১৫ ফুটের ভয়ঙ্কর সাপ! উদ্ধার করতে যেতেই আঁতকে উঠলেন সকলে
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ১৫ ফুট লম্বা এক বিশালাকার ময়াল সাপ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ছোড়া থানা এলাকার পল্লীশ্রী গ্রামে।
advertisement
1/6

পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ১৫ ফুট লম্বা এক বিশালাকার ময়াল সাপ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ছোড়া থানা এলাকার পল্লীশ্রী গ্রামে। স্থানীয় বাসিন্দা জয়দেব মণ্ডলের বাড়ির সীমানার কাছেই ওই ময়াল সাপটি ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/6
সূত্রের খবর, বাড়ির পাশে থাকা ছোট আগাছায় ঘেরা জায়গার মধ্যেই ওত পেতে ছিল সাপটি। প্রতিদিনের মতো সকাল হতে বাড়ি থেকে বের করা হয় মুরগি, ছাগল-সহ অন্যান্য গবাদি পশু। মুরগির নড়াচড়া লক্ষ্য করেই নড়েচড়ে বসে বিশালাকায় এই ময়াল সাপটি। সেই সময়ই বাড়ির লোকজনের নজরে আসে বিষয়টি, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
3/6
দ্রুত খবর দেওয়া হয় আদুরিয়া বন দফতরের বিট অফিসে। তবে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয় উদ্যোগেই উদ্ধার কাজ শুরু হয়। মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুব্রত পাল সাহসিকতার সঙ্গে ওই বিশাল ময়াল সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে নিরাপদে ছোড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
advertisement
4/6
ঘটনার খবর পেয়ে ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস এবং আউসগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী সেখানে উপস্থিত হন। তাঁদের তত্ত্বাবধানেই উদ্ধার হওয়া ময়াল সাপটিকে পরে আদুরিয়া বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
5/6
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি একটি বিরল প্রজাতির ময়াল সাপ। মাঝে মাঝেই অজয় নদের তীরবর্তী বিভিন্ন গ্রামে এই প্রজাতির সাপের দেখা মেলে। মূলত খাদ্যের সন্ধানেই তারা লোকালয়ে প্রবেশ করে থাকে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও আউশগ্রামের বিভিন্ন গ্রামে সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সুব্রত পাল।
advertisement
6/6
একজন বনকর্মীর মতোই দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতায় তাঁর এই সহযোগিতায় খুশি এলাকার বাসিন্দারা। সময়মতো উদ্ধার হওয়ায় বড়সড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: জঙ্গল ছেড়ে গৃহস্থের বাড়িতে ১৫ ফুটের ভয়ঙ্কর সাপ! উদ্ধার করতে যেতেই আঁতকে উঠলেন সকলে