TRENDING:

Nadia News: পুলিশ সুপারের নিজের উদ্যোগে আলোকিত হল রানাঘাটের রাস্তা, এ ‌যেন পুলিশের অন্য রূপ!

Last Updated:

রানাঘাট পুলিশ জেলা জুড়ে নিজের উদ্যোগে রাস্তায় সোলার আলো লাগাল এস পি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: আজ একটু অন্য রকম পুলিশের কথা আপনাদের সামনে তুলে ধরব। পুলিশের কথা শুনলেই প্রথমে আমাদের কাছে মনে আসে কেসে জড়িয়ে গেলাম না তো! বা একটি ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায় মনের ভেতর। কিন্তু আজকের বিষয়টা আপনাকে মানবিক পুলিশের কথা বলবো, রানাঘাট পুলিশ জেলার এসপি হিসাবে দায়িত্ব নেওয়ার পর কুমার সানি রাজের প্রথম লক্ষ্যই ছিল সমাজের থেকে অসামাজিক লোকের কার্যকলাপ কমানো ও সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহন যোগ্যতার মাধ্যমে ভরসা ও বিশ্বাসের বার্তা দেওয়া।
advertisement

শুরু হয় দুষ্কৃতি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ। সাফল্য পায় পুলিশ জেলার প্রতিটি থানা এলাকা। অন্যদিকে মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই ও দুর্ঘটনা প্রাণহানী কমাতে শুরু করে কড়া ভাবে হেলমেট বিহীন বাইক চেকিং ও ফাইন।রাজ্যের মধ্যে নজির সংখ্যায় নিয়ে যায় হেলমেট বিহীন ফাইনের সংখ্যা।

আরও পড়ুন: ৫০০ বছরের প্রাচীন নবদ্বীপের মা আগমেশ্বরী, মূর্তি তৈরি থেকে বিসর্জন হয় কালী পুজোর রাতেই

advertisement

এবার আসি পুলিশ সুপারের অন্য একটি মানবিক মুখ নিয়ে। নেতারা যে কাজ করার কথা সেই কাজে এবার নামলেন এসপি কুমার সানি রাজ। রাস্তা অন্ধকারের কারনে অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে। সেখানে লাইটের ব্যবস্থা করা নেতাদের কাজ, কিন্তু এবার সেই কাজ না হওয়ার কারনে এসপি নিজেই সেই দায়িত্ব নিলেন।

View More

advertisement

রানাঘাট পুলিশ জেলা জুড়ে অন্ধকার জনিত রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করলেন তিনি স্বয়ং। রানাঘাট, তাহেরপুর, হাঁসখালি, শান্তিপুর, চাকদহ, হরিণঘাটা, কল্যানী মোট ৫০ টির উপর সোলার লাইট লাগানোর কাজ শুরু হয়েছে এতে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী৷এসপি আমাদের জানান মানুষের নিরাপত্তা ও জীবনের সুরক্ষা নিয়ে ভাবাই তাদের কাজ। তিনি শুধু মাত্র তার দায়িত্ব পালন করেছেন। নজির বিহীন ভাবে পুলিশের এই সোলার লাইট লাগানোর কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পুলিশ সুপারের নিজের উদ্যোগে আলোকিত হল রানাঘাটের রাস্তা, এ ‌যেন পুলিশের অন্য রূপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল