শুরু হয় দুষ্কৃতি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ। সাফল্য পায় পুলিশ জেলার প্রতিটি থানা এলাকা। অন্যদিকে মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই ও দুর্ঘটনা প্রাণহানী কমাতে শুরু করে কড়া ভাবে হেলমেট বিহীন বাইক চেকিং ও ফাইন।রাজ্যের মধ্যে নজির সংখ্যায় নিয়ে যায় হেলমেট বিহীন ফাইনের সংখ্যা।
আরও পড়ুন: ৫০০ বছরের প্রাচীন নবদ্বীপের মা আগমেশ্বরী, মূর্তি তৈরি থেকে বিসর্জন হয় কালী পুজোর রাতেই
advertisement
এবার আসি পুলিশ সুপারের অন্য একটি মানবিক মুখ নিয়ে। নেতারা যে কাজ করার কথা সেই কাজে এবার নামলেন এসপি কুমার সানি রাজ। রাস্তা অন্ধকারের কারনে অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে। সেখানে লাইটের ব্যবস্থা করা নেতাদের কাজ, কিন্তু এবার সেই কাজ না হওয়ার কারনে এসপি নিজেই সেই দায়িত্ব নিলেন।
রানাঘাট পুলিশ জেলা জুড়ে অন্ধকার জনিত রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করলেন তিনি স্বয়ং। রানাঘাট, তাহেরপুর, হাঁসখালি, শান্তিপুর, চাকদহ, হরিণঘাটা, কল্যানী মোট ৫০ টির উপর সোলার লাইট লাগানোর কাজ শুরু হয়েছে এতে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী৷এসপি আমাদের জানান মানুষের নিরাপত্তা ও জীবনের সুরক্ষা নিয়ে ভাবাই তাদের কাজ। তিনি শুধু মাত্র তার দায়িত্ব পালন করেছেন। নজির বিহীন ভাবে পুলিশের এই সোলার লাইট লাগানোর কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Mainak Debnath