TRENDING:

র‌্যাম্প ওয়াক, ফ্যাশনে এক্সিবিশনে শারদ আবাহন বর্ধমানে

Last Updated:

এখন বর্ধমান রোজ সন্ধ্যায় আলোয় স্নান করে। শহরের জিটি রোডের দু-দিকে নামি ব্রান্ডের শপিং মলের ছড়াছড়ি। বাহারি আলো নামে সেসবের মসৃণ গা বেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্যাশনে ডিজাইনে আর পাঁচটা শহরের সঙ্গে পাশাপাশি হাঁটতেই পারে বর্ধমান। শুধুই হাল ফ্যাশনের পোশাকের বিপণনের ব্যবস্থা নয়, সেই পোশাক কতটা আকর্ষণীয় তা র‌্যাম্পে হেঁটে দেখিয়ে দিচ্ছেন মডেলরা। বর্ধমানের ব্যাঙ্কয়েটে তেমনই এক রাম্প শো কাম এক্সিবিশন অনুষ্ঠিত হল। সন্ধে যত রাতের দিকে ঢলতে লাগলো ততই প্রাণের উচ্ছ্বাস ধরা পড়ল সেই ফ্যাশান শোয়ে।
advertisement

এখন বর্ধমান রোজ সন্ধ্যায় আলোয় স্নান করে। শহরের জিটি রোডের দু-দিকে নামি ব্রান্ডের শপিং মলের ছড়াছড়ি। বাহারি আলো নামে সেসবের মসৃণ গা বেয়ে। আজকের বর্ধমান পুজোর কেনাকাটার জন্য সরকারি বাসে তেমন আর কলকাতা যায় না। শপিং মলের পাশাপাশি রয়েছে বেশ কিছু বুটিক। তাদের কালেকশন বাসিন্দাদের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। পুজো মানে তো মেক আপ, পার্লারও। সেই সব নিয়েই এবার শারদ আবাহনের অনুষঙ্গ হয়ে থাকলো এই ফ্যাশান শো। এই প্রদর্শন।

advertisement

আরও পড়ুন: আর কিছুক্ষণের অপেক্ষা, নাম জানা যাবে কার দখলে ১০ ডাউনিং স্ট্রিট

কথা হচ্ছিল ফ্যাশান ডিজাইনার সুকন্যা গুহর সঙ্গে। সুকন্যা জানালেন, এই যে পুজো, উৎসবের মরশুম তাকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে সামনে রেখে এপ্রিল মাসেই এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন খুবই পজিটিভ একটা রেসপন্স এই শহরের কাছ থেকে পেয়েছিলাম। এই দিনের এই অনুষ্ঠানে এক্সিবিশনের পাশাপাশি ছিল র‌্যাম্প ওয়াক। তাতে অংশ নেওয়ার জন্য ছোট থেকে বড় সকলের মধ্যেই খুবই আগ্রহ দেখা গেছে। অনেকেই যোগাযোগ করেছিলেন। তাদের এখানে সুযোগ দেওয়া গেল। এক্সিবিশনে ডিজাইনার ওয়ার, তার সঙ্গে শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, কুশন-সহ অনেক কিছুই রয়েছে।

advertisement

বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার প্রদীপ জ্বালিয়ে এই এক্সিবিশনের শুভ সূচনা করেন। তিনি বলেন, শারদ উৎসব আসছে। এসব তারই অনুষঙ্গ। আনন্দধারা সকলের মধ্যে ধাবিত হোক। এই শহর আধুনিক হচ্ছে। আধুনিকতার ছোঁয়া নিয়ে সুস্হ সংস্কৃতির বিকাশ ঘটুক। সেসব উদ্যোগের পাশে থেকে উৎসাহ জোগাবে বর্ধমান পৌরসভা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শরদিন্দু ঘোষ 

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
র‌্যাম্প ওয়াক, ফ্যাশনে এক্সিবিশনে শারদ আবাহন বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল