বর্ষা এলেই বাড়ে আতঙ্ক । নদী পাড়ের ত্রাস তখন চেনা নদী। ভরা গঙ্গা যেন গিলে খেতে আসে। বাঁধ আছে। তবু রেহাই মেলে না। গত কয়েকদিনে ভেঙে পড়েছে নদী বাঁধের দুশো মিটার এলাকা। আগে থেকেই বাঁধ সংস্কারের কাজ করছে সেচ দফতর। তার মাঝেই বাঁধ ধসে বিপত্তি। সরকারি বাংলো ছাড়িয়ে একটু এগোলেই চোখে পড়ছে নদীর বাঁধের বিপজ্জনক অংশ। পরিস্থিতি এতটাই খারাপ , যে এখন বাঁধের উপর দিয়ে অটো, ভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে । তলিয়ে গিয়েছে নদীরপাড়ের বহু গাছ।
advertisement
বর্ষার বৃষ্টি শুরু হতেই এখন ভরা মরশুম গাদিয়াড়ায়। কিন্তু নদীরপাড় ধরে হেঁটে বা ভ্যানে ঘোরা বন্ধ। বেড়াতে এসে বিরক্ত পর্যটকরা। অস্থায়ী বাঁধ আরও শক্তপোক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা মানছেন স্থানীয় প্রশাসনও। স্থায়ী বাঁধের আশ্বাস দিয়েছেন শ্যামপুরের বিধায়ক। তবে প্রশাসনের আশ্বাসে ভরসা পাচ্ছে না গাদিয়াড়া। বৃষ্টি হলেই এখন সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা।