TRENDING:

Indian Railways: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যাচ্ছিল যাত্রী, রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

Last Updated:

একটুর জন্য ঘটে যাচ্ছিল বড়সড় দুর্ঘটনা। রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক রেল যাত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : একটুর জন্য ঘটে যাচ্ছিল বড়সড় দুর্ঘটনা। রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক রেল যাত্রীর। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটে যাচ্ছিল বিপত্তি। নিজের জীবনের পরোয়া না করে রেল যাত্রীকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেন এক আরপিএফ কর্মী। ‌ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া শাখার পুরুলিয়ার রেল স্টেশনের চার নম্বর প্লাটফর্মে।
advertisement

রেল সূত্রে জানা গিয়েছে , গুমো থেকে চক্রধরপুরগামী এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পর এক যুবক ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি। যুবক প্রায় রেল লাইনের নীচে চলে যাচ্ছিলেন। সেই সময় স্টেশনে কর্মরত ছিলেন সরেন কুমার সিং নামে এক আরপিএফ কর্মী। তিনি তড়িঘড়ি দৌড়ে গিয়ে ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। গার্ড ও চালকের তৎপরতায় ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়। বরাত জোরে বেঁচে যান রেলযাত্রী। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতীয় রেলের পক্ষ থেকে বারে বারে মাইকিং-এর মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হলেও সচেতন নয়  সিংহভাগ যাত্রী। সচেতনতার অভাবে চলন্ত ট্রেনে অনেক যাত্রীকেই উঠতে দেখা যায়। ফলে যখন তখন ঘটে যায় দুর্ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যাচ্ছিল যাত্রী, রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল