রেল সূত্রে জানা গিয়েছে , গুমো থেকে চক্রধরপুরগামী এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পর এক যুবক ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি। যুবক প্রায় রেল লাইনের নীচে চলে যাচ্ছিলেন। সেই সময় স্টেশনে কর্মরত ছিলেন সরেন কুমার সিং নামে এক আরপিএফ কর্মী। তিনি তড়িঘড়ি দৌড়ে গিয়ে ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। গার্ড ও চালকের তৎপরতায় ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়। বরাত জোরে বেঁচে যান রেলযাত্রী। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতীয় রেলের পক্ষ থেকে বারে বারে মাইকিং-এর মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হলেও সচেতন নয় সিংহভাগ যাত্রী। সচেতনতার অভাবে চলন্ত ট্রেনে অনেক যাত্রীকেই উঠতে দেখা যায়। ফলে যখন তখন ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 11:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যাচ্ছিল যাত্রী, রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ