TRENDING:

আমতা লোকাল দেরিতে আসায় হয়রানি! বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ যাত্রীদের

Last Updated:

গতকাল রাত ১০টা থেকে শুরু হয় অবরোধ, চলেছিল প্রায় ১২টা অবধি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, সন্তু মল্লিকঃ ট্রেনে করে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই জন্য কোনও কারণে এই পরিষেবা বিঘ্নিত হলে একসঙ্গে অনেক যাত্রী সমস্যায় পড়েন। এবার যেমন দীর্ঘদিন লোকাল ট্রেন দেরি করে আসায় নিত্যযাত্রীদের হয়রানির অভিযোগ তুলে হাওড়ার বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা।
প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে। প্রতীকী ছবি
প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে। প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরে আমতা লোকাল দেরি করে আসে। যার জেরে হয়রান হতে হয় নিত্যযাত্রীদের। এবার ক্ষুব্ধ হয়ে রেল অবরোধ করলেন তাঁরা। গতকাল রাত ১০টা থেকে শুরু হয় অবরোধ, চলেছিল প্রায় ১২টা অবধি।

আরও পড়ুনঃ সাবিত্রী দেবীর সাহসিকতাকে ইংরেজরাও ভয় পেয়েছিলেন! কে এই বীরাঙ্গনা? তাঁর কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে

advertisement

প্রায় ঘণ্টা দু’য়েক অবরোধ করার পর আরপিএফ এবং বাঁকড়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। যাত্রীরা আরপিএফ-কে লিখিত অভিযোগ জানান। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, এদেশের অন্যতম জনপ্রিয় গণপরিবহণ ব্যবস্থাগুলির মধ্যে একটি হল ট্রেন। রোজ প্রচুর মানুষ এই ট্রেনে চেপে নিজের গন্তব্যে পৌঁছন। ফলে কোনও কারণে এই পরিষেবা বিঘ্নিত হলে জোর সমস্যায় পড়েন তাঁরা। এবার যেমন দীর্ঘদিন ধরে আমতা লোকাল দেরি করে আসায় নিত্যযাত্রীদের হয়রানির অভিযোগ তুলে হাওড়ার বাঁকড়া নয়াবাজ স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা। ঘণ্টা দু’য়েক পর আরপিএফ এবং বাঁকড়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমতা লোকাল দেরিতে আসায় হয়রানি! বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল