আজকে সকালেও আন্দোলনকারীরা রেললাইনের শুয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একদিকে রেল, অন্য দিকে জাতীয় সড়ক ৬ বোম্বে রোড অবরোধ করে চলছে বিক্ষোভ। CRI( Central Research Institute) সংশোধনী চিঠি কেন্দ্র সরকারকে পাঠাতে হবে। তার প্রতিলিপি হাতে পেলেই অবরোধ তুলবে বলে আন্দোলনকারীদের দাবি।
আরও পড়ুন: খুলে যাচ্ছে নতুন টালা সেতু, আলোচনায় সেই বাস রুট! মালিকরা তুললেন পুরনো দাবি
advertisement
এর জেরে চরমে যাত্রী ভোগান্তি৷ আজও বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন৷ অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতেও হয়েছে৷
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট পেশ সিবিআই-এর, বিচারপতি বললেন 'বিস্ময়কর তথ্য'
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বুধবার দূরপাল্লার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, তার মধ্যে রয়েছে ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া- বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় এক্সপ্রেসের মতো ট্রেনগুলি৷ এছাড়াও ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল, চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস, টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশ্যালের মতো ট্রেনও বাতিল থাকবে৷ রেল তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে মোট ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷
এ ছাড়াও বিক্ষোভের জেরে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে৷ তার মধ্যে রয়েছে পুরী- নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বাই- হাওড়া মেল, পুণে- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের মতো ট্রেন৷ শুধু পুরুলিয়ার কুস্তাউর স্টেশন নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনেও চলছে এই অবরোধ৷