আরও পড়ুন- বাঁহাতিরা কেন প্রতিভায় এগিয়ে থাকেন অনেকাংশে? কারণ জানলে অবাক হবেন…!
রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে। যেটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকের একটি অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয়! সোমবার থেকেই আবহাওয়ার ‘খেল’ শুরু! বুধবারের মধ্যে কী কী হবে দেখুন
পিছনে থেকে যায় আরও বেশ কিছু বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো। ফলে কোন রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। তার পরেই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে l