TRENDING:

মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস

Last Updated:

বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে যান ওই মৎসজীবী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়দিঘির মৎসজীবী। বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে যান তিনি। নিখোঁজ মৎসজীবীর নাম সইদুল মোল্লা। তিনি রায়দিঘির বৈদ্যপাড়ার বাসিন্দা। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
advertisement

এদিন স্থানীয় বিধায়ক ও মথুরাপুর দু’নম্বর ব্লকের বিডিওকে সঙ্গে নিয়ে নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ কখনও খুন, কখনও বোমাবাজি! অপরাধীদের ‘খেল খতম’ করতে মুর্শিদাবাদে বড় পদক্ষেপ পুলিশের

advertisement

জানা যাচ্ছে, বিগত কয়েকদিনে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। যার ফলে মৎসজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সাগরে দু’জন মৎসজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যান। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। তার রেশ কাটতে না কাটতেই ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেলেন রায়দিঘির মৎসজীবী।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিন নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের তরফ থেকে সইদুলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল