এদিন স্থানীয় বিধায়ক ও মথুরাপুর দু’নম্বর ব্লকের বিডিওকে সঙ্গে নিয়ে নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ কখনও খুন, কখনও বোমাবাজি! অপরাধীদের ‘খেল খতম’ করতে মুর্শিদাবাদে বড় পদক্ষেপ পুলিশের
advertisement
জানা যাচ্ছে, বিগত কয়েকদিনে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। যার ফলে মৎসজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সাগরে দু’জন মৎসজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যান। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। তার রেশ কাটতে না কাটতেই ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেলেন রায়দিঘির মৎসজীবী।
এদিন নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের তরফ থেকে সইদুলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।