রায়চক-কুঁকরাহাটি ভেসেল সার্ভিস গুরুত্বপূর্ণ একটি রুট। এখান থেকে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে হাজার হাজার যাত্রী নিত্য যাতায়াত করেন। জলপথে এই রুটে দুই জেলায় যাতায়াত করা খুবই সুবিধাজনক। ফলে এই রুটে ভেসেল সার্ভিস বন্ধ থাকলে অসুবিধা হবে। তবে ভেসেল কর্তৃপক্ষের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, দোল পূর্ণিমা উপলক্ষ্যে রীতি অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত রায়চক-কুঁকড়াহাটি ভেসেল সার্ভিস বন্ধ থাকবে। প্রথম ভেসেল ছাড়বে দুপুর ১ টায়।
advertisement
কুঁকড়াহাটি থেকে প্রথম ভেসেল ছাড়বে। এরপর ১.৩০ মিনিট নাগাদ রায়চক থেকে ভেসেল ছাড়বে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক করা হবে পরিষেবা। ফলে দীর্ঘ সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে না যাওয়াই সকলের জন্য মঙ্গল। প্রয়োজন থাকলে দুপুর ১ টার পর এই রুট ব্যবহার করে দুই জেলায় যাতায়াত করতে পারবে সাধারণ মানুষজন। ইতিমধ্যে দুটি ফেরিঘাটেই এই নির্দেশিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ভেসেল পরিষেবা আবার রাত্রের জন্য বন্ধ হবে কুঁকড়াহাটিতে রাত ৮ টায় রায়চকে ৮.৪০ মিনিটে।