TRENDING:

Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: অসম পুলিশের বাধায় আটকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা, গুয়াহাটি বর্ডারে ধুন্ধুমার

Last Updated:

Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: আগে থেকেই সীমান্ত এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ গুয়াহাটি রোডের উপরেই পুলিশ প্রতিবাদীদের আটকে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: গুয়াহাটিতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়াল৷ মঙ্গলবার সকালে পাঁচ হাজার কংগ্রেস সমর্থক গুয়াহাটি বর্ডার দিয়ে অসমে প্রবেশের চেষ্টা করছিলেন কংগ্রেসের সমর্থকরা৷ সেই সময়েই ঝামেলা লাগে৷ তাই নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ আগে থেকেই সীমান্ত এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ গুয়াহাটি রোডের উপরেই পুলিশ প্রতিবাদীদের আটকে দেয়৷
ছবি - পিটিআই
ছবি - পিটিআই
advertisement

গুয়াহাটির রাস্তায় ভারত জোড়ো যাত্রার অনুমতি যে দেওয়া হয়নি, তা আগে থেকেই ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ সেখানে বলা হয়েছিল, অসমের গুয়াহাটিতে মঙ্গলবার ব্যস্ততার সময়ে এই মিছিল ঢুকতে দিলে সমস্যা হবে৷ বিপুল ট্রাফিক জ্যামের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে শহর৷ তা বলেই যাত্রা আটকানোর কথা বলে অসমের বিজেপি সরকার৷ বদলে, জাতীয় সড়ক ধরে মিছিল করার প্রস্তাব দেওয়া হয়৷ যেটি শহরের বাইরের দিকে একটি রিং রোড হিসাবে কাজ করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

এই নিয়ে রাহুল গান্ধি পরবর্তীতে বলেন, বজরং দল এই রাস্তা ধরেই মিছিল করেছিল৷ এমন কী জেপি নাড্ডাও এই রাস্তা ধরেই মিছিল করেছিলেন৷ আমাদের রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল, আমরা সেই ব্যারিকেড ছুড়ে ফেলে দিয়েছিলাম৷ কিন্তু আমরা আইন ভাঙিনি? কেউ যেন না ভাবে, আমরা দূর্বল৷ কংগ্রেসকর্মীদের যেন কেউ শক্তিহীন না ভাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: অসম পুলিশের বাধায় আটকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা, গুয়াহাটি বর্ডারে ধুন্ধুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল