গত বুধবার রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর সাঁওতালপাড়া এলাকায় ডাইনি সন্দেহে অকথ্য অত্যাচার করা হয় ৬ গ্রামবাসীকে। ডাইনি সন্দেহে সালিশিসভার নিদানে শাস্তি স্বরূপ মানুষের শরীরের বর্জ্য-মল-মূত্র খাওয়ানো হয় ওই ৬জনকে। অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক বৃদ্ধ। ঘটনার খবর পাওয়া মাত্র ওইদিন রাতেই রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর সাওতালপাড়া এলাকায় বিডিও-সহ পুলিশ গিয়ে গ্রামবাসীদের বোঝান। গ্রামবাসীদের সচেতন করতে গ্রামে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবির করার আশ্বাস দেন বিডিও ও পুলিশ প্রশাসন৷ সেইমতো শনিবার মধুরাপুর গ্রামের বিএড কলেজে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা।
advertisement
মথুরাপুর গ্রামের প্রায় ৭০টি আদিবাসী পরিবারের সুবিধায় এই শিবির করা হয়েছে বলে জানালেন বিডিও আবু তৈয়ব। স্বাস্থ্যশিবির-সহ স্বাস্থ্যসাথী কার্ড প্রদান, রেশন কার্ড, খাদ্যসাথী-সহ সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Pranab Kumar Banerjee