TRENDING:

রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্য স্নান, দিঘাতে পুণ্যার্থীদের ভিড়

Last Updated:

দিঘার সমুদ্রে পূণ্য স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়। নাচ, গান, কীর্তনে মাতোয়ারা ভক্তরা। পুণ্যার্থীদের সঙ্গেই আনন্দে মেতেছেন পর্যটকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: আজ রাস পূর্ণিমা। হিন্দুধর্মের একটি পবিত্র দিন, পবিত্র তিথি। দিঘার সমুদ্রে পূণ্য স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়। নাচ, গান, কীর্তনে মাতোয়ারা ভক্তরা। পুণ্যার্থীদের সঙ্গেই আনন্দে মেতেছেন পর্যটকরা।
advertisement

কার্তিক মাসের পূর্ণিমাই রাস পূর্ণিমা। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, হ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়।পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাঁকে ঘিরেই রাস। রাসের সঙ্গে নারী-পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি একেবারে যুক্ত। যাকে বলা হয় ‘হল্লীবক” নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদপূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনাতটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাসভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। এক অসামান্য আনন্দ উৎসব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্য স্নান, দিঘাতে পুণ্যার্থীদের ভিড়