অন্যান্যবার ছট পুজো অনুষ্ঠিত হয় সদরঘাটে দামোদরের বালির চরে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ডিভিসির ছাড়া জল ও বৃষ্টির জলে দামোদরে এবার জল অনেক বেশি রয়েছে। বালির চর নেই বললেই চলে। এই অবস্থা চলতে থাকলে এখানে ছট পুজো বিপজ্জনক হতে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তাই আশপাশে অন্য জায়গাও দেখে রাখা হচ্ছে।
advertisement
প্রতি বছরই ছট পুজো উপলক্ষে বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে বিশেষ ব্যবস্হা করে পুলিশ প্রশাসন। ঘাটে নামার উপযুক্ত ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হয়। জোর দেওয়া হয় নিরাপত্তার ক্ষেত্রেও। কিন্তু এবার দামোদরের বাড়তি জল পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার এলাকা পরিদর্শন করা হয়েছে। আশপাশের ঘাটগুলিও দেখা হয়েছে। এই ব্যাপারে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। নির্বিঘ্নে ছট পুজো সম্পূর্ণ করতে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে ছট পুজো আয়োজকদের বক্তব্য, দিন দিন ছট পুজোয় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। অগণিত গাড়িতে পুণ্যার্থীরা আসেন। ছট পুজোর একটি নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু গাড়ির ভিড়ের কারণে গত বছর অনেকেই সময়ে পৌঁছতে পারেননি। তাই এবার এলাকা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। শুধু সদরঘাটের বদলে আশপাশের ঘাটগুলিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে। সবাই যাতে এই পুজোয় সুষ্ঠভাবে অংশ নিতে পারেন সেই লক্ষ্যেই পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে সদরঘাটের পাশাপাশি বাকি ঘাটগুলিকেও পুজোর উপযুক্ত করে তোলা হবে। সেই সব ঘাটের কাছাকাছি পর্যন্ত যাতে যানবাহন যেতে পারে সেসবও পুলিশ প্রশাসনের ভাবনার মধ্যে রয়েছে।