সোনামুখী থেকে বিশালাকার একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে । এই ধরনের বন্য জন্তু কীভাবে বারে বারে লোকালয় চলে আসছে এই ভেবে চিন্তিত এলাকার মানুষজন। বনদফতর সূত্রে খবর, সোনামুখীর শীতলঝোড় এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রথম ইন্ডিয়ান রক পাইক পাইথনটিকে দেখতে পান। তারপর খবর দেওয়া হয় সোনামুখী বনদফতরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকেরা। ইন্ডিয়ান রক পাইথনটিকে উদ্ধার করে বন দফতরে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ইন্ডিয়ান রক পাইথনটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
advertisement
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান, খবর পাওয়ার পর সাপটিকে উদ্ধার করে বনদফতরে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ইন্ডিয়ান রক পাইথন টি ৯ ফুট লম্বা এবং ১৪ কেজি ওজন।