বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ভিআইপি রোড-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গর্ত, খানাখন্দে ভরা। গুরুত্বপূর্ম রাস্তাগুলিতে সামলে গাড়ি চালাতে গিয়ে গতি কমছে গাড়িগুলির। এর যানজট সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। রাস্তা মেরামতি এবং রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় গুরুত্বপূর্ণ রাস্তা গুলিরও বেহাল দশা। এই নিয়ে অভিযোগ এসেছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তাই এবার রাস্তা ধরে ধরে প্যাচওয়ার্ক (গর্ত মেরামতি) তড়িঘড়ি শুরু করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও
রাজ্যের পূর্ত দফতরের তরফ থেকে জেলায় জেলায় রাস্তা মেরামতি শুরু করার নির্দেশ দেওয়া হল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের। যান চলাচল স্বাভাবিক করতে এবং গতি বাড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি মেরামতি জরুরি। তাই তড়িঘড়ি শুরু করতে হবে রাস্তা মেরামতির কাজ, এমনই নির্দেশ দিয়েছে পূর্ত দফতর।
আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…
বুধবার ভিডিও কনফারেন্স করে জেলায় জেলায় রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে পূর্ত দফতর। বুধবার রাত থেকেই ভিআইপি-সহ একাধিক জায়গায় রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে সূত্রের খবর।