TRENDING:

Purulia Travel News: ৪০০ টাকা পার নাইট! এসি রুম, রাজকীয় আয়োজনে থাকার বন্দোবস্ত! পুরুলিয়া ভ্রমণে এবার কাঁড়ি কাঁড়ি টাকা খরচের দিন শেষ পর্যটকদের

Last Updated:

Purulia Travel News: রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। ‌পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায়। ‌এই পর্যটনের মরশুমে পুরুলিয়ার মুকুটে জুড়ল নতুন পালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। ‌পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায়। ‌এই পর্যটনের মরশুমে পুরুলিয়ার মুকুটে জুড়ল নতুন পালক। সরকারিভাবে সূচনা করা হল ঝুমুর অতিথি নিবাসের। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় ব্যাঙ্কের উদ্যোগে এই ঝুমুর অতিথি নিবাস তৈরি করা হয়েছে। পুরুলিয়া শহরের বুকে এসপি অফিসের পিছন দিকেই তৈরি হয়েছে নব নির্মিত ঝাঁ চকচকে এই অতিথি নিবাস। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই বুকিং-এর সুবিধা রয়েছে।
advertisement

প্রাথমিকভাবে দু’টি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল – 9230992688 এবং 9230992703। এই ফোন নম্বরগুলিতে ফোন করে বুকিং করা সম্ভব। এছাড়াও  purulia.wbscardb@gmail.com এই মেইল আইডিতে মেইল করেও বুকিং করা যেতে পারে। পরবর্তীতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পরিষেবা শুরু হয়ে যাবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক লিমিটেডের পুরুলিয়া জেলা ম্যানেজার গৌতম গাঙ্গুলী বলেন, রাজ্য সরকারের পর্যটনের প্রসারে পুরুলিয়া গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অতিথি নিবাস জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করবে। পরবর্তীতে এখানে ক্যান্টিনের পরিষেবাও চালু হবে। শহরের প্রাণকেন্দ্রে এই অতিথি নিবাস তৈরি হওয়ায় পর্যটকেরা খুবই উপকৃত হবেন।

advertisement

আরও পড়ুন: মেকানিক্যালে ডিপ্লোমা, তবুও চাকরির পিছনে দৌড়াদৌড়ি নয়, বাঁকুড়ার যুবক খুঁজে পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! দেড় বছরেই দেখে কে!

View More

এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক লিমিটেডর স্পেশ্যাল অফিসার মইনুল হাসান বলেন, ঝুমুর পুরুলিয়ার অন্যতম অংশ। পুরুলিয়াবাসীদের সঙ্গে একাত্মবোধ তৈরি করতেই এই অতিথি নিবাসের নাম রাখা হয়েছে ঝুমুর। পর্যটনে খুব ভাল সাড়া ফেলবে এই অতিথি নিবাস এমনটাই আশা রাখছেন তিনি। এই অতিথি নিবাসে খুবই স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। এসি ডবল বেড শুরু হচ্ছে ৯০০ টাকা থেকে। নন এসি ডবল বেড পাওয়া যাবে ৭০০ টাকায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০০ টাকা পার নাইট! এসি রুম, রাজকীয় আয়োজনে থাকার বন্দোবস্ত! পুরুলিয়া ভ্রমণ এবার সস্তায়
আরও দেখুন

এছাড়াও এসি ডরমেটরি ৪০০ টাকায় ও নন এসি ডরমেটরি ৩০০ টাকায় পাওয়া যাবে। এছাড়াও রাজ্য সরকারের কোনও কর্মী অথবা ক্যান্সার আক্রান্ত বা টিবি আক্রান্তদের জন্য ২০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এই অতিথি নিবাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Travel News: ৪০০ টাকা পার নাইট! এসি রুম, রাজকীয় আয়োজনে থাকার বন্দোবস্ত! পুরুলিয়া ভ্রমণে এবার কাঁড়ি কাঁড়ি টাকা খরচের দিন শেষ পর্যটকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল