TRENDING:

Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! পুরুলিয়ায় টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫

Last Updated:

এই দুর্ঘটনার পরই পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: যাত্রীভর্তি টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷
দুর্ঘটনাগ্রস্ত টোটো৷
দুর্ঘটনাগ্রস্ত টোটো৷
advertisement

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং দু জন পুরুষ৷

আরও পড়ুন: বাড়ির সবাই একই সাবান দিয়ে স্নান করছেন? জানুন রোগ ছড়ানোর ঝুঁকি কতটা

advertisement

টোটোয় ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে লরিটি৷ সেই সময় পথচারী আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত অবশ্য ঘাতক লরি এবং চালককে ধরে ফেলেন স্থানীয়রা৷ ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এই দুর্ঘটনার পরই পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিতুরিয়া, রঘুনাথপুর এবং সাঁতুড়ি থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রায় দু ঘণ্টা ধরে পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা৷ শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা কমাতে ওই এলাকায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেওয়া হয়৷ জানা গিয়েছে, মৃতরা ওই এলাকারই বাসিন্দা৷ একটি বিয়ে বাড়ি থেকে টোটো ভাড়া করে ফিরছিলেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! পুরুলিয়ায় টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল