এ প্রসঙ্গে সিএডিসিতে কর্মরত এক কর্মী জানান, ‘সারা বছরই পর্যটক আনাগোনা করে এখানে। পর্যটকরা যে ধরনের খাবার চান আমরা সেই ধরনের খাবারই তাদেরকে দেওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুনঃ এ বছরের কালীপুজো ও দীপাবলি কবে? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি, শুভ সময়? জানুন বিস্তারিত
এ প্রসঙ্গে সিএডিসি আধিকারিক সুশান্ত খাটুয়া বলেন, একেবারেই ইকো ট্যুরিজম সিএডিসি। ৭৫০ একর জমির উপর তৈরি হয়েছে এই প্রজেক্ট। আগামী দিনে এই ট্যুরিজমকে ডেস্টিনেশন ওয়েডিংয়ের একটি অন্যতম স্থান করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে বঙ্গবাসী। পুজোর চারটে দিন কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে অনেকেই বেরিয়ে পড়েন নিরিবিলিতে ছুটি কাটাতে। আর আপনি যদি হন প্রকৃতিপ্রেমী তবে আপনার জন্য এ বছর পুজোয় বেড়ানোর সেরা ঠিকানা হতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিএডিসির কুমারীকানন। প্রিয়জনদের সঙ্গে একেবারেই নিরিবিলিতে সময় কাটানো যেতে পারে এখানে।
শমিষ্ঠা ব্যানার্জি





