এই নির্দেশিকার খবর পেয়েই পুরুলিয়ার পুরুলিয়ার সেষ্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল শাখায় পৌঁচ্ছালেন তিনি ৷ হাতে তার বিয়ের কার্ড ৷ তবুও ব্যাংকে টাকা পেলেন না হবু বর ৷
যুবক জানালেন, ব্যাংকে বিয়ের কার্ড দেখিয়ে টাকা তুলতে গেলে আমাকে বলা হয়, এরকম কোনও নির্দেশিকা ব্যাংকের কাছে নেই ৷ তাই কোনও মতেই নিয়মের বাইরে গিয়ে বেশি পরিমাণ টাকা দেওয়া যাবে না ৷
advertisement
হবু বর বেশ টেনশনে পরে যান ৷ যুবক স্পষ্ট জানান, সময় মতো টাকা না পেলে বিয়েটা পিছিয়েই দিতে হবে !
টাকা বাতিলের দশম দিনেও চরমে ভোগান্তি। ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইন। এটিএমে যথারীতি নো ক্যাশ বোর্ড। টাকা থাকলে মুহূর্তে শেষ। অধিকাংশ জায়গায় প্রবীণদের আলাদা ব্যবস্থা নেই। পেনসন তুলতে এসে অসুস্থ একশো বছরের বৃদ্ধা। টাকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ। ঘেরাও ব্যাঙ্ক ম্যানেজার। শহর থেকে জেলা।
অসুস্থ দিদিকে হাসপাতাল থেকে ছাড়বে বৃহস্পতিবার। দিনভর ব্যাঙ্ক, এটিএম ঘুরেও প্রয়োজনীয় টাকা জোগাড় হয়নি। দিনের শেষে বর্ধমানের বিশ্বনাথ পালের সম্বল মাত্র দশ হাজার টাকা ।
ঘোষণার চারদিন পরও অধিকাংশ জায়গায় আলাদা লাইনের ব্যবস্থা ছিল না প্রবীণদের জন্য। টাকার অভাবে দেশ
ছাড়ছেন ইংল্যান্ডের জর্জিয়া ও বিশ্ব পর্যটক ফায়াদ খানের মত বিদেশী পর্যটকরা। খুচরোর অভাবে ভাড়া হচ্ছে না। রুটি-রুজিতে টান পড়েছে। নোট ভোগান্তির দুর্দাশা এবার রাষ্ট্রপতিকে মেল করলেন ট্যাক্সিচালক মহম্মদ সইদুল। অশ্বিনীনগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার ১২ লক্ষ ২৫ হাজার টাকার বাতিল নোট । ঘটনায় ধৃত দুই।