রবিবার কড়া নিরাপত্তার সঙ্গে পুরুলিয়ার বলরামপুর, মাঠা, ও বাঘমুন্ডি রেঞ্জের যৌথ উদ্যোগে ভেঙে ফেলা হল অবৈধ নির্মাণ। একটি কাঁচা বাড়ি ও দুটি পাকা বাড়ি গুঁড়িয়ে দিল বনকর্মীরা।
আর পড়ুনঃ মাঠের ধারে যুবকের সন্দেহভাজন ঘোরাঘুরি, তল্লাশি চালাতেই বেরিয়ে এল…! পুলিশও হতবাক
দিঘা, পুরী, দার্জিলিংয়ের পরেই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা জঙ্গলমহলের পুরুলিয়া। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে পুরুলিয়ার বিভিন্ন টুরিস্ট স্পটে। আর তা হবে নাই বা কেন! জঙ্গল, নদী, পাহাড়-সবই রয়েছে এখানে। আর পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর সেই পাহাড় ঘিরেই অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ।
advertisement
ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ
বাধ্য হয়ে বন দফতরের কর্মীরা মাঠে নেমে ভাঙা শুরু হল অবৈধ নির্মাণ। বন দফতর সূত্রে জানানো হয়েছে, এই অভিযান আগামী দিনেও চলবে। এদিন বন দফতরের জমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি কাঁচা বাড়ি ও দুটি পাকা বাড়ি ভেঙে ফেলা হয়েছে।
