দিন দশেক আগে পরিবার নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তারবাগানের বাসিন্দা মানস কুমার মণ্ডল। শনিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির আলমারি খোলা। সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পরে রয়েছে। আলমারির লকার ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মাথায় হাত পরে যায় মণ্ডল পরিবারের।
আরও পড়ুন, ২০২৪-এর স্বপ্ন দেখা শুরু! আকাশজোড়া আতশবাজি, মাতোয়ারা মধ্যরাতে বর্ষবরণ
advertisement
নগদ টাকা-সহ সোনার গহনা চুরি গেছে বলে জানান মানস বাবু। খবর দেওয়া হয় চুঁচুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, চুরি হয়েছে ফাঁকা বাড়িতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই বাড়িতে প্রচুর টাকা খোয়া গেছে বলে অভিযোগ মণ্ডল পরিবারের। পুরী ঘুরে এসে এমন সাংঘাতিক কাণ্ড হবে তা কল্পনাও করতে পারেননি তাঁরা।
রাহী হালদার